• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

“নায়ক রাজ”


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৮, ৯:১৭ AM / ৩৬
“নায়ক রাজ”

স্বপন সরকার
_____________________________

তুমি এলে অনেকটা উদ্বাস্তু হয়ে
নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে,
নিজ স্বপ্ন পূরণের লক্ষ্যে
এই বাংলার ঘরে।
স্বপ্ন তোমার অভিনয়ের মাঝে
প্রকৃত নায়ক হবার বাসনা
মনের এই দূঢ়তা তোমায়
করেনি কোন ছলনা।
৬৪তে এসে তুমি করেছো শুরু
জীবন সংগ্রামের প্রতিটি স্তর,
৬৬তে হলে পুত্র চাঁদ সওদাগর
৬৭-৬৮তে তোমার জয়জয়কার।
এরপর শুধু তোমার এগিয়ে যাওয়া
এক এক সাফলের ধাপ,
তোমাকে করেছে নায়ক রাজ
বাড়িয়ে দিয়ে জনপ্রিয়তার উত্তাপ।
তুমি হলে ব্যর্থ প্রেমিক “অবুঝ মনে”
আবার হলে মহল্লার রংবাজ,
রোমান্টকতার সেতু ভেঙ্গ
সর্বত্র ফেললে তুমি আওয়াজ।
সাফলের সিঁড়ি বেয়ে
চললে তুমি সন্মুখপানে,
পারেনি পিছাতে তোমায়
এমন কোন অঘটনে।
তুমি করেছে জয় কোটি কোটি
জনতার মন সাবলীল অভিনয়ে,
তাইতো আর পায়নি এমন
তোমার বায়ে কিংবা ডানে।
মানুষের মন জয় করেই
তুমি চলে গেলে না ফেরার দেশে,
তোমার কীর্তি শুধু রেখে গেলে
কোটি জনতার এই বাংলাদেশে।
যেখানেই থাক তুমি
থেক শান্তিতে
এই কামনা আর প্রত্যাশা
রইলো শুধু তোমার উদ্দেশ্যে।