• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন

নাসিরুদ্দিনকে বাঁচাতে ছুরির সামনে ঝাঁপ দেন ওম!


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০১৭, ৩:১২ PM / ৩৯
নাসিরুদ্দিনকে বাঁচাতে ছুরির সামনে ঝাঁপ দেন ওম!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও ওম পুরীর বন্ধুত্বের কথা বলিউডের সবারই জানা। তবে অনেকেই জানেন না, একবার নাসিরকে আঘাত থেকে বাঁচাতে ছুরির সামনে ঝাঁপ দেন সদ্য প্রয়াত ওম।আক্রমণ করেছিলেন নাসিরের প্রাক্তন বন্ধু জ্যাসপাল। যার বিস্তারিত আত্মজীবনী ‘অ্যান্ড দেন ওয়ান ডে : আ মেমরিয়র’-এ বিস্তারিত লেখেন ‘পার’-খ্যাত অভিনেতা।

নাসির জানান, ঘটনাটি ১৯৭৭ সালের। সেদিন একটি রেস্টুরেন্টের ডিনার টেবিলে বসে ছিলেন তিনি ও ওম। সেখানে জ্যাসপাল আসলেও তারা না দেখার ভান করেন।

হঠাৎ পেছন থেকে ছুরি দিয়ে নাসিরকে আঘাত করেন জ্যাসপাল। পরবর্তী আক্রমণ ঠেকাতে দ্রুত ঝাঁপিয়ে পড়েন ওম পুরী। এতে তিনিও আঘাত হন।

পরে তারা পুলিশ ভ্যানে করে হাসপাতালে যান। ওই ঘটনা স্মরণ করে এখনও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান নাসির।

নাসির ও ওম পুরী ১৯৮০ এর দশকের ভারতীয় ‘নিউ ওয়েভ সিনেমা’র জনপ্রিয় মুখ। তারা ‘মকবুল’ ও ‘জানে ভি দো ইয়ারন’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেন। এছাড়া তারা ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এফটিআইআই) একসঙ্গে পড়াশোনা করেন।

৬ জানুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বাড়িতে ওম পুরী মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
(ঢাকারনিউজ২৪.কম/অারএম/৩:০৭পিএম/৯০/১/২০১৭ইং)