• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

নারী জাগরণে কাজ করেছেন জিয়া : মির্জা ফখরুল


প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০১৭, ২:০৫ PM / ৭৭
নারী জাগরণে কাজ করেছেন জিয়া : মির্জা ফখরুল

ঢাকারনিউজ২৪.কম:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা এখন বড় বড় কথা বলেন। এ দেশে নারী জাগরণে কাজ করেছেন জিয়াউর রহমান। নারীদের কর্মক্ষেত্রে নিয়ে এসেছেন জিয়াউর রহমান। এখন যারা বিএনপিকে মৌলবাদী দল বলেন সেই শাহরিয়ার কবির ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু একসময় জিয়াউর রহমানের সাথেই ঘুরে বেড়াতেন। জিয়াউর রহমান যদি সে সময় নারীদের কর্মক্ষেত্রে নিয়ে না আসতেন একবার ভাবেন দেশের কি অবস্থা হতো?’

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ এর প্রকাশনা উৎসব ও ওয়েবসাইটের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের ভারতবিরোধী বলা হয়। প্রধানমন্ত্রী ভারত গিয়ে সব দিয়ে এলেন কিন্তু পানি পর্যন্ত আনতে পারলেন না। পাওয়ার কথা বললেই কি ভারতবিরোধী হয়ে গেলাম? সরকার ভারতের সাথে চুক্তি সম্পাদনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ‘

তিনি আরো বলেন, ‘হাওরে পানি এসে সব কিছু তলিয়ে যাচ্ছে। হাওরের পানি কোথা থেকে আসছে? ভারত উজানে বাঁধ দিয়েছে। তারা প্রয়োজনে পানি আটকে রাখছে, আবার প্রয়োজন না হলে পানি ছেড়ে দিচ্ছে। আমাদের পানির ন্যায্য হিস্যার জন্য সরকারের প্রয়োজনে জাতিসংঘে যাওয়া দরকার। ‘

নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিবর্তন চায় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। কিন্তু এখন কথাও বলতে দেওয়া হচ্ছে না। কোথাও ১০ জন বসলেই বলা হয় নাশকতার চক্রান্ত? নির্বাচনের জন্য অবশ্যই নিরপেক্ষ সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ‘

মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদের সভাপতি মাহতাব উদ্দিন জিমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্যর ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০২.০৫পিএম/২৭//২০১৭ইং)