• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে রিমান্ড শেষে বিএনপির ৮ নেতা কারাগারে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০১৮, ৬:৪১ PM / ৮০
নারায়ণগঞ্জে রিমান্ড শেষে বিএনপির ৮ নেতা কারাগারে

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৮ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ঈমামের আদালত এ আদেশ দেন।

এর আগে ১১ ফেব্রুয়ারি রোববার পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত বিএনপি নেতাকর্মীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

নজরুল ইসলাম আজাদ ছাড়া অন্য আসামীরা হলেন যুবদল নেতা মনির হোসেন, রাজিব মিয়া, জুয়েল, সালাউদ্দীন, গাজী আহসান উল্লাহ, তসলিম উদ্দিন ও লিটন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে মামলার একাধিক আইনজীবী।

প্রসঙ্গগত, ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সড়ক পথে সিলেট যাবার পথে বেলা ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীতে রাতার দুই পাশে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় পুলিশ নজরুল ইসলাম আজাদ সহ ৭ নেতাকর্মীকে আটক করে।

পরে এ ঘটনায় আড়াইহাজার থানার উপপরিদর্শক আরিফ বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ সহ ৪৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত বহু জনের নামে থানায় মামলা দায়ের করেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৩৮পিএম/১২/২/২০১৮ইং)