• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

নাটোরে আওয়ামী দলীয় মনোনয়নের দাবীতে সমাবেশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৮, ১:৩৪ PM / ৬৭
নাটোরে আওয়ামী দলীয় মনোনয়নের দাবীতে সমাবেশ

শের মোহাম্মদ, গুরুদাসপুর (নাটোর) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাছিকাটা বাসষ্ট্যান্ডে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী’র পক্ষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে ওই সমাবেশের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা মো. আব্দুল রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সুপ্রীম কমান্ড কাউন্সিলের যুগ্মআহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আব্দুল আহাদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. আলাল শেখ, জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. হেলাল উদ্দিন ও মো. ইমরান হোসেন শাহ, মশিন্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আব্দুল বারী, খুবজীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শারিফুল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আয়ুব আলী প্রমূখ। সমাবেশে উপজেলার প্রায় ৪০জন মুক্তিযোদ্ধাসহ মেয়র সমর্থক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দাবী করেন, সরকার দলীয় স্থানীয় সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস দলীয় নেতা-কর্মিদের সাথে বৈরী আচরণ করছেন। একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে দলের নেতা কর্মীদের হয়রানী করছেন। দলের সাধারন সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ ৩৩৯ জন নেতা-কর্মী সাংসদের হয়রানীমূলক মামলায় জড়িয়ে পড়েছেন। এতে দলের ভেতর বিভেদ সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে সাংসদ আব্দুল কুদ্দুসের পরিবর্তে মেয়র শাহনেওয়াজ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবী জানান প্রধান অতিথির কাছে।
প্রধান অতিথি মেয়র সমর্থক নেতা-কর্মীদের দাবীর প্রেক্ষিতে বলেন, মনোনয়ন দেওয়ার বিষয় দলের হাইকমান্ডের। তবে তাঁদের দাবীটি দলের সংশ্লিষ্টদের কাছে তুলে ধরবেন বলে সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করেন তিনি।

একই সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাঁদের নানা দাবী-দাওয়া তুলে ধরেন। উত্তরে প্রধান অতিথি বলেন, দেশ স্বাধীনের পর থেকে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্বপক্ষে আন্দোলন সংগ্রাম করেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসায় তাদের উন্নতি হয়েছে। আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের কোন অভাব-অনটন থাকবেনা।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৩০পিএম/২১/২/২০১৮ইং)