• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

না’গঞ্জে ‘পুরুষ নির্যাতন আইন’ প্রণয়নের দাবিতে মানববন্ধন


প্রকাশের সময় : মার্চ ১২, ২০১৭, ৯:০৯ PM / ৩৮
না’গঞ্জে ‘পুরুষ নির্যাতন আইন’ প্রণয়নের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ: পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।

রোববার (১২ মার্চ ) বিকেলে নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন করেন।

এ সময় নির্যাতিত পুরুষরা ‘পুরুষ নির্যাতন আইন’ প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানান। এতে ২১ দফা দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খায়রুল আলমের বিরুদ্ধে তার স্ত্রীর দায়েরকৃত দুটি মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিও করা হয়েছে।

নির্যাতিত পুরুষদের নিয়ে ইতোমধ্যে একটি সংগঠন গঠন করা হয়েছে। ওই সংগঠনের নাম ‘পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।’

এসময় উপস্থিত ছিলেন, পুুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খায়রুল আলম, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক বাবুল মিয়া, নারীর নির্যাতনের শিকার হাকিম মোহাম্মদ জাহাঙ্গীর, নাদিম মিয়া, শাহ আলম, আনসার আলী প্রমুখ।

বক্তারা বলেন, নারী নির্যাতন ও যৌতুক মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছে নারীরা। পরকীয়া ও অবাধ্য স্ত্রীকে শাসন করতে গেলেই স্বামীর বিরুদ্ধে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা দিচ্ছে।

দেশে নারী নির্যাতন আইন থাকলেও নারীদের মাধ্যমে নির্যাতিত পুরুষের পক্ষে কোনো আইন নেই। আর সেসব নির্যাতনের শিকার পুরুষরাই পুরুষ নির্যাতন আইনের দাবিতে দুই বছরব্যাপী সারাদেশে মানববন্ধন করে যাচ্ছে।

লন/ক্যানি