• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

না’গঞ্জের ৫ আসনেই মহাজোট প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৮, ৯:৫৭ AM / ৪৫
না’গঞ্জের ৫ আসনেই মহাজোট প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : নারায়ণগঞ্জের ৫টি আসনেই বিপুল ভোটে বেসরকারীভাবে বিজয় পেয়েছেন মহাজোট মনোনিত প্রার্থীরা। এরই মধ্যদিয়ে জেলার প্রতিটি আসনেই মহাজোটের জয়ে সাবেক সংসদ সদস্যরাই পূনরায় ক্ষমতায় এলেন।

এক নজরে নারায়ণগঞ্জের ৫টি আসন :
নারায়ণগঞ্জ-১
বিজয়ী গোলাম দস্তগীর গাজী- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৪৩,৭৩৯
কাজী মনিরুজ্জামান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৬,৪৩২

নারায়ণগঞ্জ-২
বিজয়ী নজরুল ইসলাম বাবু- বাংলাদেশ আওয়ামী লীগ- ২,৩২,৭২২
নাসির উদ্দিন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫,০১২

নারায়ণগঞ্জ-৩
বিজয়ী লিয়াকত হোসেন খোকা- জাতীয় পার্টি (জাপা)- ১,৯৭,৭৮৫
আজহারুল ইসলাম মান্নান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ১৮,০৪৭
#লাংগল ১ লক্ষ ৯৩ হাজার ৪ শত ২৬
ধান ১৭ হাজার ২ শত ৬০
সিংহ ৩ হাজার ৩৪
পাখা ৯ হাজার ৪ শত ৬০
১ লক্ষ ৭৬ হাজার ১ শত ৬৬ ব্যবধানে খোকা বিজয়ী

নারায়ণগঞ্জ-৪
বিজয়ী শামীম ওসমান- বাংলাদেশ আওয়ামী লীগ- ৩,৯৩,১৩৬
মনির হোসাইন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৭৬,৫৮২

#মোট ভোট কেন্দ্রের সংখা -২১৬
(নৌকা)-৩৯৩১৩৬
মনির হোসাইন (ধানের শীষ)-৭৬৫৮২

নারায়ণগঞ্জ-৫
বিজয়ী সেলিম ওসমান- জাতীয় পার্টি (জাপা)- ২,৭৯,৫৪৫
এস এম আকরাম- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- ৫২,৩৫২

#মোট কেন্দ্রঃ ১৭১, মোট ভোটঃ ৪৪৫৬১৬
সরকারী ভাবে প্রাপ্ত ফলাফল সর্বশেষ আপডেট
কেন্দ্রঃ ১৭১
লাঙ্গলঃ ২,৭৯,৫৪৫
ধানের শীষঃ ৫২৩৫২
ব্যবধানঃ ২২৭১৯৩

উল্লেখ্য, সারাদেশের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২৮৮টি আসনে (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কাস পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১) বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি ( বিএনপি ৫, গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পেয়েছেন ৩টি আসনে। ঘোষিত হয়নি পার্বত্য রাঙ্গামাটি (২৯৯) অঞ্চলের ফলাফল। এছাড়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে এ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।

যদিও নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৫৮এএম/৩১/১২/২০১৮ইং)