• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

নন্দীগ্রামে এরশাদের মৃত্যুবার্ষিকীতে ২ দিনের কর্মসূচি


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৩, ৭:৪০ PM / ২৫০
নন্দীগ্রামে এরশাদের মৃত্যুবার্ষিকীতে ২ দিনের কর্মসূচি

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা জাতীয় পার্টি দুই দিনের কর্মসূচি আহবান করেছে। সকল কর্মসূচিতে উপজেলা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড ও পৌর শাখার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বুধবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়া এক বিজ্ঞপ্তিতে জানান, ১৪ জুলাই (শুক্রবার) বাদ জুমা দেওতা মাজার জামে মসজিদ, কুন্দারহাট বাজার জামে মসজিদ, বর্ষণ এতিমখানা-মাদ্রাসা জামে মসজিদ ও কাথম মাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বাদআছর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে এবং খাবার বিতরণ করা হবে। বাদ মাগরিব পুরাতন বাজার জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। ১৫ জুলাই (শনিবার) বিকেল ৩টায় কুন্দারহাট বাসস্ট্যান্ডে দলীয় অস্থায়ী কার্যালয়ে ৫নং ভাটগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।