• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

নতুন মন্ত্রিসভায়ও প্রয়োজনে পরিবর্তন আসতে পারে : ওবায়দুল কাদের


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০১৯, ৩:১৬ PM / ৩৮
নতুন মন্ত্রিসভায়ও প্রয়োজনে পরিবর্তন আসতে পারে : ওবায়দুল কাদের

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নতুন মন্ত্রিসভায়ও প্রয়োজনে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার(৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলীয় জোট কাউকে মন্ত্রী করার শর্তে গঠন করা হয়নি। মন্ত্রী হলে জোটে আছি, না হলে নাই—বিষয়টি এমন নয়। আর তাছাড়া পাঁচ বছর অনেক বড় সময়। এর ভেতরে অনেক রদবদল হতে পারে। তখন জোট থেকে বা দলের ভেতর থেকে অনেকেরই ডাক পড়তে পারে।’

দলের জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতাদের মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলের প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতাদের এখন দল গোছানোর দায়িত্ব দেওয়া হবে। তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাই। দায়িত্ব ট্রান্সফার হয়েছে মাত্র। দল যাতে সরকারে হারিয়ে না যায়, জ্যেষ্ঠ ও পোড়খাওয়া নেতারা সে দায়িত্ব পালন করবেন।’

মন্ত্রীত্ব থেকে বাদ যাওয়া নেতাদের সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রিসভা থেকে বাদ গেলে মনে কষ্ট পাওয়া স্বাভাবিক। আমাকে বাদ দিলে আমিও কষ্ট পেতাম। তবে প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা সরকার, দেশ, জাতি ও দলের ভালোর জন্যই করেছেন। মন্ত্রী না হওয়ায় তাদের মধ্যে কষ্ট আছে বলে মনে হয় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপযোগী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। প্রয়োজনে এ মন্ত্রিসভা সম্প্রসারণ ও পরিবর্তন হতে পারে।’

সেতুমন্ত্রী বলেন, ট্রেডিশনাল টেকনোলজির সমন্বয়ে একটা ফাইন্ড ব্যালেঞ্চ করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে যাতে লক্ষ্য ও বাস্তবায়ন আরও সহজতর হয়। এখানে ভবিষ্যতে আরও সম্প্রসারণ হতে পারে। এটা সময়ে সময়ে চাহিদা অনুযায়ী পরিবর্তনও হতে পারে। এটা নিয়ে আমাদের দলের মধ্যে কোনো ভাঙন নেই।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:১৬পিএম/৭/১/২০১৯ইং)