• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনা : ২ আম ব্যবসায়ী নিহত, আহত ১


প্রকাশের সময় : জুন ২২, ২০১৮, ১২:১২ PM / ৬৫
নওগাঁয় সড়ক দুর্ঘটনা : ২ আম ব্যবসায়ী নিহত, আহত ১

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ : নওগাঁর সাপাহারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ীর মৃত্যু ও এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা সদরের গোডাউনপাড়া মোড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শী, থানা ও হাসপাতাল সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল বেলা ঘুম থেকে উঠে ওই দুই আম ব্যবসায়ী রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে গল্প করছিল এমন সময় দেশের দিনাজপুর হতে একটি ধান বোঝাই ট্রাক ঢাকা মেট্রো-ট-২০-৩৫৭৫ সাপাহার সদরে প্রবেশের পথে উক্ত স্থানে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে থাকা আম ব্যাবসায়ীদ্বয়কে সরাসরি চাপা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা এক ভ্যান চালককে ধাক্কা দেয়। এসময় ভ্যান চালক গুরুত্বর আহত হলেও ঘটনা স্থলেই দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন সাথে সাথে আম ব্যবসায়ী সহ ভ্যান চালককে উপজেলা সরকারি হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আম ব্যবসায়ী আঃ সালাম (২৪) ও হেরন (৩০) কে মৃত ঘোষণা করেন এবং ভ্যান চালক আতাউর রহমান (৫০) এর অবস্থার অবনতি হতে থাকলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত আম ব্যবসায়ী আঃ সালাম চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর বাাঁকরইল গ্রামের আঃ মাজেদ ও মৃত হেরন বরিশাল ভোলার বড় চরশামায়ের সিদ্দিক ব্যাপারির পুত্র তারা আম কেনা বেচার জন্য কয়েক দিন ধরে সাপাহারে অবস্থান করছিল বলে জানা গেছে। এছাড়া আহত ভ্যান চালক উপজেলা সদরের গোডাউন পাড়ার মৃত ওমর আলীর পুত্র। রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকারী ট্রাক চালক হেলপার পালাতক থাকলেও ঘাতক ট্রাকটি থানা হেফাজতে আটক ছিল।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:১২পিএম/২২/৬/২০১৮ইং)