• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

দুঃখ বিলাস


প্রকাশের সময় : মে ১১, ২০১৭, ৭:১৭ PM / ৩৬
দুঃখ বিলাস

সারমিন সুলতানা রিনা 

_________________________________

সাঁতার জানার গৌরবে যদি ভূমধ্যে সাগর
পাড়ি দিতে চাও
এ তোমার বোকামি ছাড়া আর কিছু নয়।
জিততে চাওনি বলে বার বার হেরেছো
স্বেচ্ছা নির্বাসনে বন্দি রেখেছে নিজেকে।
সংসার বিবাগী হয়েও তবু
ক্লান্ত অবসন্ন শরীরের বিন্দু বিন্দু ঘাম
মুছে নিতে চাও প্রেয়শীর আঁচলে।
দেবতার আচরণ মানুষকে কি মানায়?
অথবা তার উল্টো কিছু?
যুদ্ধের মাঠে পরাজিত সৈনিক
মেনে নিতে বড় আপত্তি তোমার।
যে মায়াবতী রুপ রক্তের রন্ধে রন্ধে
ভাসিয়ে বার বার টুকরো টুকরো করে
সাজাও পাজরের হাড়
কখনও কি ভেবেছো কতটা তোমার অধিকার?
নিরব অশ্রুতে খুঁজে হও ফেরারী
তার কি সাধ্য ফিরে আসার।
মসৃণ নয় জেনেও পাড়ি দিতে হয়
দূর্গম পথ বাঁচার প্রয়োজনে।
তাই জানবেনা কোনদিন
কারো চোখের জল লুট করে
কেউ পূর্ণ করে চর পরা কোন নদীর প্রাণ।।