• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

থাইল্যান্ডের পাতায়ায় ব্রিটিশ পর্যটকের মৃত্যু


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০১৭, ৯:৫২ AM / ৩৭
থাইল্যান্ডের পাতায়ায় ব্রিটিশ পর্যটকের মৃত্যু

ঢাকারনিউজ২৪.কম:

থাইল্যান্ডের পাতায়াতে এক ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয়েছে। দেশটির পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে মৃত ওই ব্যক্তি ৩১ বছর বয়সী ক্রিস্টোফার অ্যান্ড্রু লেইডলার। খবর বিবিসির।

থাইল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ পাতায়ার একটি গেস্ট হাউজের বেলকনি থেকে উলঙ্গ অবস্থায় ক্রিস্টোফার নিচের রাস্তায় পড়ে যান।

সেখানেই তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ক্রিস্টোফারের মৃত্যুর আগে তার সঙ্গে কোনোরকম সংঘর্ষ হয়নি। এছাড়া তার সুরতহাল রিপোর্টে অন্য কারো স্পর্শেরও চিহ্ন পাওয়া যায়নি।

পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, থাইল্যান্ডে ব্রিটিশ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর পর তার পরিবারের কাছে তাদের দফতর থেকে সাহায্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, থাইল্যান্ড উপসাগরের তীরবর্তী পাতায়া পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয়। এছাড়া ক্লাব ও বারের জন্যও জায়গাটি বিখ্যাত।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৯.৫৫এএম/১৭//২০১৭ইং)