• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

তেল-সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় জাপা’র বিক্ষোভ


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২২, ১২:৫১ PM / ৯৩
তেল-সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় জাপা’র বিক্ষোভ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি : জ্বালানি তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার গাইবান্ধায় জেলা জাতীয় পার্টি (জাপা) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন, জেলা নেতা শাহজাহান খান আবু, রেজাউন্নবী রাজু, নুরুল ইসলাম নাদুয়া, হাসান হাবীব তোতা, মাহমুদুর রহমান মুকুল, ময়নুর রাব্বি রুমান চৌধুরী, এস.এম নুরুন্নবী মিঠুল প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ডিজেল ও সারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। অবিলম্বে সব জিনিসের দাম কমানোর দাবি জানান বক্তারা।