• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

তবে তাই হোক


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০১৮, ৬:০৫ PM / ৩৯
তবে তাই হোক

মানিক মোহাম্মদ রাজ্জাক
__________________________________________
তবে তাই হোক সড়কের সূচিপত্র খোলা থাক
হাঁটতে হাঁটতে দু চারটে পড়ে যাক দুর্বিপাকে
ঈশ্বরের আহ্বানে উড়ুক আজরাইলের ডানা
আনমনা সংগীতের সুর থেমে যাক মাঝপথে

গাছের ছায়ারা হোক শকুনের স্তন্যে মহাধন্য
কুন্ঠিত কবিতা হোক হায়েনাদের অবশ্য পাঠ্য
স্টেশনের যাত্রী রেখে ছুটে যাক ধাবমান ট্রেন
কাঠের কবন্ধে লিখা থাক লিলিথের অন্ধকার

চুম্বনের রেখাগুলো উড়ে যাক টিস্যুর উত্তাপে
খেয়ালি মনের কোণে পড়ে থাক পুরাতন লাশ
প্রতিশ্রুত কথা হোক হাসপাতালের পূর্ণ শয্যা
লজ্জাবতি লতাগুলো হয়ে যাক পথহারা পথ

তবে তাই হোক আজ প্রেমের পবিত্র ভাষাগুলো
এলোমেলো গল্প হয়ে পড়ে থাক দূর পোতাশ্রয়ে।