• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা তারিখ ব্যবহারের সিদ্ধান্ত


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৭, ৮:৫৮ AM / ৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা তারিখ ব্যবহারের সিদ্ধান্ত

ঢাকারনিউজ২৪.কম:

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কাজে বাংলা বাংলা সন ও তারিখ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কাজে ইংরেজি/খ্রিস্টীয় সন ও তারিখের পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও প্রশাসনিক ইউনিটে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাবির উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, সবস্তরে বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে আগে থেকেই সরকারি সিদ্ধান্ত আছে।এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজে বাংলা সন ও তারিখ লিখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, এটা বাধ্যতামূলক।যদি কেউ বাংলা তারিখ ও সন না লিখেন তাহলে ওই চিঠি বা কাগজপত্র গ্রহণ করা হবে না।

বাংলা নববর্ষ ১৪২৪ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান উপাচার্য।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৯.০৫ এএম/১৪//২০১৭ইং)