• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ড. ইউনূসের সম্মেলন ব্যক্তি আক্রোশের শিকার : রিজভী


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০১৭, ১:২৪ PM / ৭৬
ড. ইউনূসের সম্মেলন ব্যক্তি আক্রোশের শিকার : রিজভী

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ইউনূস সেন্টার আয়োজিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক সম্মেলনের অনুমতি না দেওয়ার কড়া সমালোচনা করেছে বিএনপি।

শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ব্যক্তি আক্রোশের কারণেই সরকার এই সম্মেলন করার অনুমতি দেয়নি।’

তিনি দাবি করেন, ‘সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। দেশীয় কর্মসূচির পর এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে বাধা দেওয়া স্বৈরতন্ত্রেরই হিংস্ররুপ। এতে আর্ন্তজাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরো গভীর হবে।’

বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ডুবে যাওয়া নিয়ে সরকারের সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে’। কিন্তু বাস্তবে সুফল নয়, কুফলের দুর্ভোগে মানুষের নাকাল অবস্থা।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘মানুষ যেদিকে তাকাচ্ছে হতাশা দেখতে পাচ্ছে। কর্মসংস্থান নেই, বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রেমিটেন্স ব্যাপকভাবে কমে গেছে, হাজার হাজার প্রবাসীকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। বিনিয়োগের পরিবেশ নেই, একের পর এক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন শুধু আওয়ামী নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের নেতারা লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করছেন। এতে আমরা শংকিত। কারণ সরকারই হয়তো বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন বলে দেশের মানুষ মনে করে।’

তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রিজভী আরো বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে সরকার বিভ্রান্তি তৈরি করলেও আগামী নির্বাচন একতরফাভাবে করতে দেয়া হবে না।’

এ সময় তিনি বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুরে পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে পড়ে বিএনপি নেতা নিজামউদ্দিন খান ক্রিমের (৪৫) নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:২২পিএম/২৮/৭/২০১৭ইং)