• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

ট্রাম্পের সাথে দেখা করতে নারাজ নিহত মার্কিন কমান্ডোর বাবা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০১৭, ১:৪৮ PM / ৫০
ট্রাম্পের সাথে দেখা করতে নারাজ নিহত মার্কিন কমান্ডোর বাবা

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ইয়েমেনে নিহত এক মার্কিন কমান্ডোর বাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার ছেলের মরদেহ দেশে আসলে তিনি অস্বীকৃতি জানান। ইয়েমেনে সন্দেহভাজন আল কায়েদার একটি গোপন আস্তানায় অভিযান চালাতে গিয়ে উইলিয়াম রিয়ান ওয়েনস্ নামে সে মার্কিন কমান্ডো নিহত হয়। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে রিয়ানের বাবাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি দুঃখিত, আমি তাকে দেখতে চাই না।’
গত ২৮ জানুয়ারি পরিচালিত অভিযানে বিল ওয়েনস্ এর ছেলেটি নিহত হয়। ইয়েমেনে আল কায়েদার গোপন আস্তানায় অভিযানের নির্দেশনাটি ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিয়াল অর্ডার।
দায়িত্ব পাওয়ার সাথে সাথেই কেন এ ধরণের ‘স্টুপিড’ অভিযানের ঘোষণা দিতে হবে সে বিষয়ে তার ক্ষোভ জানিয়ে বিল ওয়েনস্ বলেন, ‘প্রশাসনে এক সপ্তাহ পার করার আগেই কেন এরকম স্টুপিড মিশনে পাঠাতে হবে? কেন? আগের দুবছর তো ভূমিতে কোন আক্রমণ চলেনি-সব মিসাইল আর ড্রোন। কারণ সেখানে আসলে এমন কোন গুরুত্বপূর্ণ কিছু ছিল না যা একটি মার্কিন জীবন দাবি করতে পারে। এর মধ্যেই হঠাৎ করে ক্ষমতা দেখানোর প্রয়োজন হয়ে পড়লো।’
দায়িত্ব পাওয়ার ছয়দিনের মাথায় পরিচালিত এ অভিযানটি প্রেসিডেন্ট অনুমোদন করেছেন যেটাতে বেশ কজন বেসামরিক লোক নিহত হয়েছেন যার মধ্যে ছিল শিশু ও।

বিল ওয়েনস্ কে জানানো হয় যে তার ছেলে অভিযানের শুরুতেই জঙ্গীদের হাতে নিহত হয়। পতাকাশোভিত মরদেহ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোভার এয়ার বেইস এ পৌছেছিল গত ১ ফেব্রুয়ারি। নিহত কমান্ডোর বাবা জানতে পারেন সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প আসছেন। তখন বিল ওয়েনস্ আগেভাগেই বলে দেন ‘যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জানিয়ে দিচ্ছি আমার বিবেক তার সাথে কথা বলতে দিবে না।’
নিহত কমান্ডো উইলিয়াম রায়ান ওয়েনস্ তিন সন্তানের বাবা। ৩৬ বছর বয়সী এই কমান্ডো ছিলেন এলিট সিল টিম ৬ এর সদস্য। সূত্র : বিবিসি

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৪৮পিএম/২৭/২/২০১৭ইং)