• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

ঝিনাইদহে আবারও জঙ্গি আস্তানা, ঘিরে রেখেছে র্যাব


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০১৮, ১:০১ PM / ৭২
ঝিনাইদহে আবারও জঙ্গি আস্তানা, ঘিরে রেখেছে র্যাব

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র্যাব। আজ ভোর ৪ টা থেকে বাড়িটি ঘিরে রাখে তারা। র্যা ব- ৬ এর কমান্ডিং অফিসার উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালুহাটি গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। বাড়িটি স্থানীয় কৃষক শরাফত হোসেনের। ধারনা করা হচ্ছে বাড়ির ভিতর জঙ্গিরা অবস্থান করছে এবং পর্যাপ্ত বিষ্ফোরক দ্রব্য রয়েছে।তিনি আরো জানান, খুলনা থেকে ইতো মধ্যে র্যাবের বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌছেছে। হয়তো কিছুক্ষনের মধ্যে অভিযান শুরু হতে পারে।এদিকে বাড়িটির চারিপাশে পর্যাপ্ত র্যা ব সদস্য টহল দিচ্ছে। বাড়ির কয়েক শ’ গজের ভিতর কাউকেউ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে প্রচুর উৎসুক জনতা চারিদিকে ভীড় করছে।জানা যায়, বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে আক্তার (২৪) স্থানীয় দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে। উল্লেখ্য, ২০১৬ সালে ঝিনাইদহে ৫ টি জঙ্গি আস্তানা পাওয়া গিয়েছিল। যেখানে ২ জঙ্গি নিহত ও প্রচুর প্ররিমান বিষ্ফোরক দ্রব্য উদ্ধোর করা হয়েছিল। যার দুটি অভিযান করেছিল র্যাব এবং ৩ টি করেছিল পুলিশ। র্যা ব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি সংবাদ মাধ্যম কর্মীদের নিশ্চিত করে জানান, কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান চালানো হবে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:০২পিএম/২১/১১/২০১৮ইং)