• ঢাকা
  • সোমবার, ২৭ মে ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

জিপ্‌সির বেহালা


প্রকাশের সময় : জুলাই ১০, ২০১৮, ১০:৫১ AM / ৪৭
জিপ্‌সির বেহালা

সের্গেই ইয়েসেনিন (১৮৯৫–১৯২৫)
অনুবাদ : মিয়া মোহাম্মদ আলী

_________________________________________________

তুষার-ঝটিকা কাঁদে, জিপসির বেহালা যেমন,
কোমল বালিকা – দুষ্টু তার হাসির স্ফুরণ।

আমি কি লাজুক ন‌ই নীল চোখের নজরে?
অনেক আমার চাই, তবু সব নয় দরকারে।

আমরা এতটা দূরে, আমাদের এতটা অমিল–
তুমি বয়সে তরুণী, আমি অভিজ্ঞতাশীল।

যুবাদের দেই শুভ বার্তা, আমার শুধুই স্মৃতি,
তুষার-রাতের অবরোধে থাকে আমার প্রতীতি।

আমি আদর পাইনি, তুফান আমার বেহালা,
ঝড় তুলে হৃদয়ে, তোমার হাসিটি উজালা।
[মূল রুশ থেকে অনুদিত]