• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

জাপান সাগরে উত্তর কোরিয়ার ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ


প্রকাশের সময় : মার্চ ৬, ২০১৭, ৪:৩৬ PM / ৩৫
জাপান সাগরে উত্তর কোরিয়ার ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাপান সাগরে চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই অভিযোগ জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে তাদের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে (ইইজেড)। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ঘটনাকে ‘হুমকীর নতুন ধাপ’ বলে আখ্যা দিয়েছেন। আজ সোমবার সকালে বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করে।

প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানান, উত্তরাঞ্চলে চীনের সীমান্তবর্তী এলাকা তংচ্যাং-রাই অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ এই পরীক্ষা চালানো হয়।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে, যা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে।

বছরের শুরুতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশ শিগগিরই নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। এরপর গত মাসের শুরুতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, যা নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল।

উত্তরের হুমকি মোকাবেলায় এ বছরের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেম বসানোরও ঘোষণা দেন  যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

চলতি বছরের শুরু থেকেই উত্তর কোরিয়া নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর আভাস দিয়ে বলেছিল, তাদের এ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের সীমানায় আঘাত হানতে সক্ষম। ২০১৬ এর সেপ্টেম্বরে দেশটি পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর কথা জানায়। বিশেষজ্ঞরা সে সময় বলেছিল, উত্তর কোরিয়া দাবি করলেও তাদের প্রযুক্তি এখনও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মত সক্ষমতা অর্জন করেনি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:৩৫পিএম/৬/৩/২০১৭ইং)