• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

জাতীয় শোক দিবসে পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের শ্রদ্ধাঞ্জলি


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০১৮, ১:৪২ AM / ৫৪
জাতীয় শোক দিবসে পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের শ্রদ্ধাঞ্জলি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বাংলাদেশ পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মো. তরিকুল ইসলাম বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শূণ্যস্থান কোনোকালেই পূরন হবার নয়। বঙ্গবন্ধু ছিলেন বলেই তৎকালিন পাকিস্তানের বন্দিদশা থেকে বাঙ্গালি জাতি মুক্ত-স্বাধীন হতে পেরেছে। কিন্তু এ দেশ এ জাতি তার সেই অবদানের মূল্য দিতে পারেনি, বরং  অকালেই স্বপরিবারে নৃশংসভাবে প্রাণ হারাতে হয়েছে মহান এ নেতাকে। মহান আল্লাহ তায়ালা রাব্বুল আল-আমীন সর্বকালের শ্রেষ্ঠ এ বাঙ্গালি ও তার পরিবারকে বেহেস্ত নসিব করুন। আমীন।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম আরো বলেন, আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। জাতির পিতার ৪৩তম প্রয়াণ দিবসে অবিলম্বে তার খুনিদের ফাঁসির দাবি জানাই।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:৪০এএম/১৫/৮/২০১৮ইং)