• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে না’গঞ্জে র্যালী ও আলোচনা সভা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০১৮, ২:১৩ PM / ৫০
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে না’গঞ্জে র্যালী ও আলোচনা সভা

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়ােজনে ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

রোববার জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এম এম মোশারফ হোসেন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

”গ্রন্থাগারের গুরুত্ব ও তাৎপর্য” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক রাব্বী মিয়া এবং পুলিশ সুপার মঈনুল হক (পিপিএম বিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।

এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সরকারী-বেসরকারী গ্রন্থাগার(পাঠাগার) এর নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক চত্তরে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:০৮পিএম/৪/২/২০১৮ইং)