• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

জনতার মঞ্চে মহানায়ক মহিউদ্দিন খান আলমগীর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০১৮, ৭:৪৩ PM / ৫৮
জনতার মঞ্চে মহানায়ক মহিউদ্দিন খান আলমগীর

মাহাবুব আলম শ্রাবণ (বিশেষ প্রতিনিধি) : দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি৷ সংসদ সদস্যরা শপথ নেয়ার দিন থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত থাকে নির্বাচিত সংসদের মেয়াদ৷ ২০১৪ সালের ১২ জানুয়ারি বর্তমান সরকার গঠিত হয়৷ সংবিধান অনুযায়ী, ২০১৯ সালের ১১ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা আছে৷ ঠিক তারই ধারাবাহিকতায়, আওয়ামী লীগ জনসংযোগকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গণসংযোগ, মেম্বারশিপ ক্যাম্পেইন, পার্টির সদস্য সংগ্রহ শুরু হয়ে গেছে৷ গ্রামে উঠান বৈঠক, সহ উন্নয়ন কর্মকাণ্ড জোরদার হচ্ছে৷ তবে নির্বাচনী মাঠে এখন সরব আওয়ামীলীগ। কচুয়া থানা ৩নং ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বাইছারা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, কচুয়ার গন মানুষের নেতা জননেতা, ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি কে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে, কাজ করছে স্থানীয়   আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন। তৈরি রোডম্যাপ এখন শুধু রাতদিন মাঠ আর প্রচারণা। এরই মধ্যে সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন, কচুয়ার গন মানুষের নেতা কচুয়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর প্রান পুরুষ কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান শিশির।

তিনি বলেন, এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুত; নিবন্ধিত রাজনৈতিক দল ও সুশীল সমাজ। তিনি আরোও বলেন, কচুয়া বাসীর জনতার মঞ্চে মহানায়ক মহিউদ্দিন খান আলমগীর। তার জন্য মাঠে নেমেছি প্রানপনে কাজ করে যাবো। এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাফল্যমন্ডীত করার লক্ষে কচুয়া উপজেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন কচুয়া নির্বাচন কমিশন। সর্বোমোট ১৩টি ইউনিয়নকে কেন্দ্র করে তালিকার মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার ৭শ ৫১ জন পুরুষ এবং ১ লক্ষ ৩১ হাজার ৭শ ৬২ জন মহিলা ভোটার রয়েছে। ২৯ হাজার ভোটার নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছেন কড়ইয়া ইউনিয়ন,এবং ২য় শীর্ষক ইউনিয়ন হিসেবে অবস্থান করেছেন বিতারা, ২৭ হাজার ভোটার নিয়ে। তবে ভোটার নিযুক্তকরন সর্বশেষ সময় হিসেবে ২০১৮ সালের জানুয়ারি মাস পর্যন্ত টানা হয়েছে। তদুপি যারা ২০১৮ সালের পূর্বে ভোটারের আবেদন করেছিলেন তারা সবাই নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। গেল নির্বাচনের তুলনায় এই নির্বাচনে তরুনদের ভোটার সংখ্যা বৃদ্ধি হওয়ার কারনে আগামী নির্বাচনে তরুনদের মতামত খানিকটা সিদ্ধান্ত পাল্টাবে বলে মন্তব্য করেছেন ইসি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৪২পিএম/১/৯/২০১৮ইং)