• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

জঞ্জাল পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৭, ৭:৪৭ PM / ৫৩
জঞ্জাল পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়

ঢাকারনিউজ২৪.কম:

পুরাতন বছরের জঞ্জাল পেছনে ফেলে বাংলা নতুন বছরে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে দেশের সব মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার নববর্ষ-১৪২৪ বরণ করতে গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন বছরে বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আনন্দলোকে বাস করবে ও সুন্দর জীবন পাবে।

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা লক্ষ্য অর্জন করতে পারব।

এদিন উৎসবের আমেজে নববর্ষ উদযাপন করা হয় গণভবনে, আয়োজন করা হয় নাচ-গানের।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৪৭ পিএম/১৪//২০১৭ইং)