• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

জঙ্গি হামলার কবলে কাবুলের সেনা হাসপাতাল


প্রকাশের সময় : মার্চ ৮, ২০১৭, ১:৩০ PM / ৪০
জঙ্গি হামলার কবলে কাবুলের সেনা হাসপাতাল

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আফগানিস্তানের কাবুলে দেশটির সবচেয়ে বড় সেনা হাসপাতালে জঙ্গিরা হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার সকালে চিকিৎসকদের ছদ্মবেশে কয়েকজন জঙ্গি হাসপাতালে প্রবেশ করে। এরপরই সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথারি গুলি ছোড়ে।
ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তবে হাসপাতালের ভেতর এখনও জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৪শ শয্যাবিশিষ্ট সরদার দাউদ খান নামের হাসপাতালটি মার্কিন দূতাবাসের খুব কাছেই অবস্থিত।

হাসপাতালের ভেতরে থাকা জিম্মিরা মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভেতরে অন্তত ৫ জঙ্গি অবস্থান করছে। তাদের প্রত্যেকের হাতেই স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত ও ১৩ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছে আফগান কর্তৃপক্ষ।

বুধবার সকালে হাসপাতালটির ভেতরে প্রথমে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। পরে ভেতরে থাকা কর্মচারী ও রুগীদের মারফত জঙ্গি হামলার বিষয়টি নিশ্চিত হয়। গেল সপ্তাহেই কাবুলে পৃথক আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:২৫পিএম/৮/৩/২০১৭ইং)