• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

চীনে কারখানায় বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৬৪


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০১৯, ১০:৩০ AM / ২৫
চীনে কারখানায় বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৬৪

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : চীনের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এদিকে দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধারকর্মীরা এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে। বহু মানুষ এ ঘটনায় আহত হয়েছেন।

বিশাল এলাকায় ছড়িয়ে থাকা ধ্বংসস্তুপের মধ্যে এখনো ২৪ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। এটি সাম্প্রতিক বছরগুলোতে চীনের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনার অন্যতম।

চীনের পূর্বাঞ্চলীয় ইয়ানচেং নগরীতে বৃহস্পতিবারের এ বিস্ফোরণে কয়েকশ লোক আহত এবং একটি শিল্প পার্ক ধসে পড়ে।

স্থানীয় ফায়ার ব্রিগেড শনিবার ভোরের দিকে বিধ্বস্ত ওই রাসায়নিক কারখানার ধ্বংসস্তুপের ভিতর থেকে ৪০ বছর বয়সের এক ব্যক্তিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

উদ্ধার কর্মীরা এখনো নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩০এএম/২৪/৩/২০১৯ইং)