• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

চিলমারীতে সড়ক দখল করে সীমানা প্রাচীর, এলাকায় উত্তেজনা


প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০১৮, ৬:০৭ PM / ৩৫
চিলমারীতে সড়ক দখল করে সীমানা প্রাচীর, এলাকায় উত্তেজনা

 

মোঃ সাওরাত হোসেন সোহেল, কুড়িগ্রাম : কুড়িগ্রামের চিলমারী পাত্রখাতা এলাকার প্রধান সড়ক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ। পাকা রাস্তার কাজ স্থগিত। অভিযোগ কারীদের দফায় দফায় হুমকি। এলাকায় উত্তেজনা। অভিযোগের পরও বন্ধ হয়নি নির্মান কাজ।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দৃর্ঘদীনের দাবির পেক্ষিতে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা এলাকাবাসীর যাতায়াতের একমাত্র প্রধান সড়কটির পাকা করনের কাজ শুরু করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। উক্ত সড়কটি এলাকার বাধঁ সংলগ্ন ফুট ব্রীজ থেকে মাষ্টারহাট পর্যন্ত প্রায় ১কিঃমিঃ পর্যন্ত কার্যক্রম শুরু হলে ম্যাপ অনুযায়ী সড়কটির পাকা ও প্রশস্তকরণের জন্য স্থানীয় লোকজন সড়কের পাশে জমি ছেড়ে দেন এবং কাজের সহযোগীতাও করেন। তবে উক্ত এলাকার আইনুল হক অজ্ঞাত শক্তির জোরে ফুট ব্রীজ সংলগ্ন এলাকায় সড়কের জমি দখল করে চলমান কাজের বিঘœ ঘটনার সাথে সাথে অসৎ উদ্দ্যেশে গত কয়েকদিন থেকে সীমানা প্রাচীর তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন ফলে জনসাধারনে চলাচলের বিঘœ ঘটার সাথে সাথে জীবনের ঝুকি বাড়ছে এবং মনছুর আলী তার বাড়ি এলাকায় সড়কের জমি দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন। এতে সড়কটি সেখানে বাঁকা ও ছোট হয়ে যায়। বিষয়টির প্রতিকার চেয়ে ইউপি মেম্বার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্তের জন্য চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। সেই মতাবেক চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার সরেজমিন ঘুরে আসলেও অভিযুক্ত ব্যাক্তিরা অজ্ঞাত শক্তির বলে তাদের প্রাচীর নির্মান অব্যাহত রেখেছেন বলে এলাকাবাসী জানান। ইউপি সদস্য আঃ আজিজ, সাবেক মেম্বার খাইরুল, সুপার আব্দুল আজিজ, নজরুল মাষ্টারসহ স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তাটি সোজা ও বড় ছিল কোন ঝামেলা ছিলনা কিন্তু সড়কের পাকা করনের কাজ শুরু হওয়ায় ফুট ব্রীজ সংলগ্ন এলাকায় আইনুল হক প্রভাব দেখিয়ে রাস্তার পাকা করনের কাজের বিঘœ সৃষ্টিসহ রাস্তার জায়গা দখল করে প্রাচীর নির্মান করেন ফলে উক্ত স্থানে রাস্তাটি শুধু বাঁকাই হয়নি ব্রীজ থেকে নামাটাও ঝুকি হয়ে পড়েছে এবং মনছুর আলী অনেক আগে থেকেই সরকারী রাস্তা দখল করে দেয়াল দেয়ায় উক্ত স্থানেও রাস্তাটি শুরু ও বাঁকা হয়ে গেছে। এ বিষয়ে আইনুল হক বলেন, তাঁরা কোনো জায়গা দখল করেননি। নিজের জায়গাতেই দেয়াল নির্মাণ করেছেন। একই কথা বলেন মনছুর আলী। ইউএনও মির্জা মুরাদ হাসান বেগ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:৫২পিএম/৫/৪/২০১৮ইং)