• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বাগান মালিক ও আম চাষীদের সমাবেশ


প্রকাশের সময় : জুন ৭, ২০১৭, ১১:২৪ AM / ৪৭
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বাগান মালিক ও আম চাষীদের সমাবেশ

 

মো: আমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী কানসাটে আম আড়তদারদের স্বেচ্চাচারিতা, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে উপজেলার কানসাট বাজারের শাপলা চত্বরে গতকাল সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আম চাষী ও উন্নয়ন সমন্বয় সমিতির আয়োজনে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির ভাষনে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন শিবগঞ্জ বাসির প্রধান অর্থকারী সম্পদ আম নিয়ে কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। যাতে আম বিক্রেতা ও আম চাষীরা কোন হয়রানীর শিকার না হয় সে ব্যবস্থা গ্রহণ করা হবে। আম নিয়ে যেন আম ব্যবসায়ী ও আম চাষীরা কোন ধরনের হয়রানীর শিকার না হয় সে ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন আমের বাজারে কোন চাঁদাবাজি,ভয়ভীতি ও অনিয়ম করা হলে তাদের বির দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার(সার্কেল) ওযাশে আলি মিঞা,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুলইসলাম হাবিব,শিবগঞ্জ আমসমিতির সভাপতি অধ্যআতাউর রহমান,ম্যাংগোফাউন্ডেশনের সভাপতি আব্দুল কুদ্দুস সহ শত শত আম ব্যবসায়ী ও আম চাষীরা উপস্থিত ছিলেন।আমের রাজধানী শিবগঞ্জ এবং জেলার মধ্যে সবচেয়ে বড় আমের বাজার কানসাটে আামের আড়তদার সমিতির সিদ্ধান্ত মোতাবেক বিক্রেতার নিকট হতে ৪৬কেজিতে এক মন,শতকার ৫টাকা কমিশন দিতে বাধ্য করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:১৬এএম/৭/৬/২০১৭ইং)