• ঢাকা
  • বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

ঘুম ভেঙে দেখি তুমি নেই- শামীমা হক বুলবুলি


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০১৮, ১:১৪ AM / ৩১
ঘুম ভেঙে দেখি তুমি নেই- শামীমা হক বুলবুলি

(১৫ আগষ্ট স্মরণে)
______________________________________
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু ।
হে মহান নেতা
হে মহা নায়ক, জনক আমাদের ।
তোমাকে নিয়ে লেখা এক মহাকাব্যেও শেষ হবার না।
কষ্ট । অনেক কষ্ট।অশ্রু শুকিয়ে কাঠ।
কেনো তোমাকে আমরা হারিয়ে ফেললাম! ?কেনো চলে যেতে দিলাম! ?
গভীর ভাবে ভালোবাসতে এই সোনার বাংলাকে,ভালোবাসতে এই বাংলার মাঠ-ঘাট,গাছপালা, পশুপাখি, নদীনালা, আর সর্বস্তরের মানুষকে।
বিদেশি এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন
আপনার সবচেয়ে বড় গুন কী?
বলেছিলে—-এ দেশের মানুষকে আমি খুব ভালোবাসি ।
দ্বিতীয় প্রশ্ন–আপনার সবচেয়ে বড় দুর্বলতা কী?
বলেছিলে এ দেশের মানুষকে আমি একটু বেশিই ভালোবাসি ।
হ্যাঁ আমরাও তোমাকে অনেক ভালোবাসি ।তুমি হিমালয়ের মত উঁচু ।সমুদ্রের মত বিশাল
গভীর ।
আমাদের ভালোবাসাও তেমনই গভীর সমুদ্রের মত। গুটিকয়েক অমানুষ তোমাকে ভালোবাসেনি। ঘরের শত্রু বিভীষণ।
পৃথিবী সৃষ্টি থেকে এ রকম বিভীষণ, ইয়াজিদ, মীরজাফর ছিল, আছে, থাকবে।
ঘুমিয়ে ছিলাম । বিকট শব্দে ঘুম ভেঙে দেখি
সব শেষ।কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম ।
আমার আমিতে ছিলাম না।
ক্ষমা করো,ক্ষমা করো, ক্ষমা করো
জনক আমাদের ।
চোখ বন্ধ করে, হৃদয়ের গভীর থেকে বলতে ইচ্ছে করছে।ভাবতে ইচ্ছে করছে—–
“যদি রাত পোহালে শুনা যেতো
বঙ্গবন্ধু মরে নাই
যদি রাজ পথে আবার মিছিল হত
বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই।
তবে বিশ্ব পেতো এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতীর পিতা ।”

লেখক : শামীমা হক বুলবুলি,
পনেরো আগষ্ট।