• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন

গ্রেনেড আর গুলির শব্দে সিলেটে ভোর শুরু


প্রকাশের সময় : মার্চ ২৭, ২০১৭, ৭:৪০ AM / ৩৮
গ্রেনেড আর গুলির শব্দে সিলেটে ভোর শুরু

ঢাকারনিউজ২৪.কম:

সিলেটের শিববাড়ি পাঠানপাড়ার আতিয়া মহল এলাকাতে গোলাগুলি আর গ্রেনেড বিস্ফোরণ  প্রচণ্ড আওয়াজে শুরু হয়েছে সোমবারের ভোর। রাত আড়াইটা থেকে ভোর  সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে শোনা গেছে গোলাগুলি আর বিস্ফোরনের আওয়াজ। তবে ফজরের আজানের পর পরই উচ্চমাত্রার বিস্ফোরণে কেঁঁপে ওঠে পুরো এলাকা। স্থানীয় একাধিক বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিববাড়ি এলাকা থেকে এরই মধ্যে আতঙ্কিত লোকজন অন্যত্র সরে যেতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে আগেই রোববার মাইকিং করে আশেপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়।

এরআগে শনিবার সন্ধ্যার বিস্ফোরণে ৪ জনের মৃত্যুর পর নিরাপত্তার ব্যাপারে অারোও ‘হার্ডলাইনে’ চলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। রাত থেকেই আরোপ করা হয় কড়াকড়ি; নগরীর দোকানপাট গুলো বন্ধ করে দেওয়া হয়। নেমে আসে নিস্তব্ধতা। ভূতুড়ে হয়ে ওঠে গোটা সিলেট। দক্ষিণ সুরমাতে তো গত শুক্রবার সকাল থেকেই ভূতুড়ে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার রাতে কড়াকড়ি আরোপের আগে মহানগর পুলিশের কমিশনার মো. গোলাম কিবরিয়া বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বর, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক, পারাইরচক থেকে পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও দলবদ্ধভাবে চলাফেরা করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭.৩৯এএম/২৬//২০১৭ইং)