• ঢাকা
  • রবিবার, ২৬ মে ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে খাদ্যে রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২৯, ২০১৮, ৪:৩০ PM / ৫৪
গোপালগঞ্জে খাদ্যে রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে খাদ্যে ব্যবহৃত রাসায়নিক দ্রবের ক্ষতিকর প্রভাব ও তার প্রতিকার বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও সভা করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সিটিটিউট (বিনা)। শুক্রবার বিনা উপকেন্দ্রে সরকারের রাজস্ব খাতের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন, প্রধান অতিথি কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা রসময় মন্ডল।

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ ১২০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

কর্মশালায় পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর খাদ্যে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও তার প্রতিকার নিয়ে বক্তারা বিভিন্ন কলা কৌশল উপস্থাপন করেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:৩০পিএম/২৯/৬/২০১৮ইং)