• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

গাইবান্ধা-১ আসনে আ.লীগ প্রার্থী গোলাম মোস্তফার জয়


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০১৭, ১২:৫৬ AM / ৩৮
গাইবান্ধা-১ আসনে আ.লীগ প্রার্থী গোলাম মোস্তফার জয়

 

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে নৌকা মার্কায় ৯০ হাজার ১৬৯ ভোট পেয়ে সরকারিভাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ।
গোলাম মোস্তফা আহম্মেদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল মার্কায় পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।
২২ মার্চ বুধবার রাত সাড়ে ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।
উল্লেখ্য,গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের মাষ্টারপাড়ায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় এ আসনে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়।
উপ- নির্বাচনে মোট ভোটার ৩৩৩৪২৫ ভোট। মোট প্রাপ্ত ভোট ১৬৬৬২২ ভোট। বাতিল ভোট ১৩৭৭ ভোট।
উপ- নির্বাচনে লড়ছেন সাতজন প্রার্থীগণ কে কত ভোট পেলেন । প্রার্থীদের নাম ও প্রাপ্ত ভোট হলো- আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) ৯০১৭১ভোট , জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি (লাঙ্গল) ৬০১০০ ভোট , জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল) ২৭৭ ভোট , জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (সাইকেল) ১২৯৩ ভোট , গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ)১৫৪ ভোট , এনপিপির জিয়া জামান খান (আম) ১০১৯ ভোট, ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)১২০৩৩ ভোট ।
উপ- নির্বাচনে উপজেলার ১৫টি ইউনিয়নের ১০৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৮৪১ জন।
উপ-নির্বাচনে ১০৯ টি কেন্দ্রে মোট ভোট কাস্টিং হয় ১৬৬৬১৮ ভোট। পুরুষ ভোটারের উপস্থিতির চেয়ে নারী ভোটারে উপস্থিতি বেশী ছিলো বলে গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া যায়। মোট ভোটার উপস্থিতি ৪৯.৯৭% (ভাগ)।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৪৫এএম/২৩/৩/২০১৭ইং)