• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

গরম হাওয়া


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০১৮, ২:৫৩ PM / ২৮
গরম হাওয়া

মোঃ শহীদুল ইসলাম ফকির
____________________________

নির্বাচনের গরম হাওয়া
নালিতাবাড়ী বইছে,
একই দলে একের অধিক
অনেক প্রার্থি হইছে।

নৌকার মানুষ চিন্তায় আছে
কার নৌকায় উঠবে,
কোনটা জানি চলতে চলতে
মাঝ দরিয়ায় ডুববে।

নৌকা নিয়া টানাটানি
চাঁর পাঁচ জনে করছে,
এই কোন্দলে বিগতদিন
চকন, ইউসুব মরছে।

লীগে লীগে যুদ্ধ করে
বি এন পি আজ ঘুমাইছে,
শেষে গিয়া দেখতে হবে
আম ছালা হারাইছে।

লেবু হইলো শ্রমিক নেতা
কৃষক বাদশা ভাইরে,
সফল নেত্রী মতিয়া আপা
আমরা কোথায় যাইরে।

দুই জন হলো দেশের ছেলে
সারাজীবন নৌকা বায়,
মতিয়া আপা যোগানিয়ায়
চির নিদ্রায় শুইতে চায়।

আমরা যারা নৌকা করি
আছি ভিষন বিপদে,
আল্লাহ তুমি রহম করো
রক্ষা করো আপদে।

জানিনা কার ভাগ্যে আছে
নৌকার মাঝি হইবে,
আশায় রইলুম বিজ্ঞ জনে
চিন্তা করে কইবে।