• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৮, ১২:২৮ PM / ৫১
খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ নির্দেশ দেন। এরআগে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে ডিভিশনের আবেদন জানান। একই সঙ্গে আরেকটি আবেদন কারা কর্তৃপক্ষের কাছেও জমা দেয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া পরিবর্তন ডটকমকে বলেন, ‘আমরা ম্যাডামের ডিভিশন চেয়ে আবেদন করেছিলাম। বিচারক সেটি গ্রহণ করে কারাবিধ মেনে কর্তৃপক্ষকে তার (খালেদা জিয়া) ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন।’

গত ৮ ফেব্রুয়ারি পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জমানা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

এছাড়া এ মামলায় তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড এবং অর্থ জরিমানা করেন।

রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে তিনি সেখানেই আছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:২৭পিএম/১১/২/২০১৮ইং)