• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন

খালেদার মুক্তির দাবীতে ইউরোপে বিএনপির বিক্ষোভ


প্রকাশের সময় : মার্চ ৯, ২০১৮, ১০:৫২ AM / ১৪৭
খালেদার মুক্তির দাবীতে ইউরোপে বিএনপির বিক্ষোভ

 

আলম হোসেন, সুইজারল্যান্ড : কারারুদ্ধ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইজারল্যান্ড শাখার উদ্যোগে জেনেভায় জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু,বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু যুবদলের আহবায়ক কাজী রহিমুল বাবু জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, জার্মানি বিএনপির উপদেষ্টা জিয়াউল হক বাবু, ১ম যুগ্ম সম্পাদক মুস্তাক খান, সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচি, ডাঃ রুবেল সাজিদ, ইটালী বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির,, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমেদ, হলান্ড বিএনপির সভাপতি শরিফ আহমেদ, সুইজারল্যান্ড বিএনপির কবির মোল্লা আনোয়ার শেখ, অষ্ট্রিয়া বিএনপির সভাপতি নেয়ামুল বশির, ফ্রান্স বিএনপির সৈয়দ সাইফুল এম এ তাহের, জনাব কবির, মমতাজ আলো প্রমুখ।

এছাড়াও আরো উপস্তিত ছিলেন জুলফিকার মনা,লিংকন, লুৎফুর রহমান, বেলাল আহমেদ, ইকরাম হোসেন, জাবেদ পাটোয়ারি, যুবনেতা আনহার মিয়া প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে অবৈধ হাসিনা সরকার রাজনৈতিক মামলাকে হাতিয়ার হিসাবে অব্যাহত ব্যবহার করছে। তারা বলেন, জাতীয়তাবাদী শক্তি জনগণের শক্তি, এ শক্তিকে ভয় ভীতি দেখিয়ে বিচলিত করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে আওয়ামী বাকশালীদের সকল চক্রান্ত মোকাবিলা করতে প্রস্তুত। অবৈধ সরকারের বিদায় ঘন্টা বেজে যাওয়ায় তাদের সাজানো মসনদে ভূমিকম্প শুরু হয়েছে।

বক্তারা বলেন, অবৈধ সরকার অভিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্রমূলক হয়রানির পরিকল্পনা বন্ধ না করলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত বিএনপি।

সমাবেশের শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে জেনেভাস্থ জাতিসংঘের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৫০এএম/৯/৩/২০১৮ইং)