• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

ক্রিকেট কিংবদন্তিদের প্রশংসায় ভাসছে টাইগাররা


প্রকাশের সময় : জুন ১০, ২০১৭, ১০:৫৮ AM / ৭২
ক্রিকেট কিংবদন্তিদের প্রশংসায় ভাসছে টাইগাররা

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ব্যাটে যে রূপকথার জন্ম কার্ডিফে, সেটি মুখে মুখে ফিরবে বহুকাল। শুধু বাংলাদেশের মানুষের মুখে মুখে না, ঘুরবে বিশ্ব ক্রিকেটের প্রতি অলিতে গলিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে অবিশ্বাস্য এক জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। আর তাদের এই জয়ের পর বিশ্ব ক্রিকেটের বর্তমান-সাবেক বহু কিংবদন্তি প্রশংসার জোয়ারে ভাসিয়ে চলেছেন বাংলাদেশকে।

শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এখন বিপিএলে খেলেন। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য তার অনেক। সেই সাঙ্গাকারা বাংলাদেশের ৫ উইকেটের বিস্ময়কর জয় দেখে টুইট করেছেন, ‘টাইগারদের অসাধারণ চেষ্টার ফল। সাকিব আর মাহমুদউল্লাহ দারুণ ব্যাট করলো। অসাধারণ লড়াই ও স্পিরিট।’

Follow
Shahid Afridi ✔ @SAfridiOfficial
Brillant chase Bangladesh, stunning comeback & partnership between Shakib and Mahmudullah! The #CT17 is truly alive.
12:34 AM – 10 Jun 2017
1,272 1,272 Retweets 6,327 6,327 likes
Twitter Ads info and privacy
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিরও বাংলাদেশের বিপক্ষে পরাজিত দলে থাকার অভিজ্ঞতা হয়েছে খেলোয়াড়ি জীবনে। সেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের এমন অসাধারণ খেলা দেখে চোখ ফেরাতে পারেননি। খেলার শেষটা দেখেই আফ্রিদির টুইট, ‘অসাধারণ রান তাড়া বাংলাদেশের। বিস্ময়কর ফেরা ও সাকিব-মাহমুদউল্লাহর পার্টনারশিপ! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ জীবন্ত রইলো।’

Follow
Michael Vaughan ✔ @MichaelVaughan
Cant remember seeing a better ODI partnership than this one …. Must Win game,33 for 4,ball was swinging … #CT17 #BestEver
12:14 AM – 10 Jun 2017
206 206 Retweets 823 823 likes
Twitter Ads info and privacy
ফিরে আসার গল্প যদি বলেন একে তাহলে ইংল্যান্ডের মাইকেল ভন বুঝি এটাকেই এগিয়ে রাখবেন অনেক খেলার আগে। ৩৩ রানে ৪ উইকেট নেই। এরপর সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটি পঞ্চম উইকেটে। যেটি ক্রিকেট ফোকলোরে জায়গা করে নেবে অনায়াসে। সাকিব ১১৪ রান করে জয়ের দরজায় গিয়ে আউট। ১০২ রানে অপরাজিত থেকে মাহমুদউল্লাহ জয়ের উৎসব করতে করতে ফেরেন। আর এসব দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভনের টুইট, ‘এর চেয়ে ভালো ওডিআই পার্টনারশিপ দেখেছি বলে মনে করতে পারছি না। জিততেই হবে এমন ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নেই, বল সুইং করছে…আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি#সর্বকালের সেরা।’
ক্যারিবিয়ান গ্রেট ইয়ান বিশপ ছিলেন মাঠেই। ধারাভাষ্যকার দলে। ম্যাচশেষে সাক্ষাৎকার পর্বটাও করেছেন তিনি। তারপরও সব কাজ শেষ করে কতোটা বিস্ময়ে অভিভূত মন নিয়ে ফিরেছেন তা স্পষ্ট বিশপের টুইটে, ‘৩৩ রানে ৪ উইকেট থেকে এটা এক কথায় বাংলাদেশের অবিশ্বাস্য কাণ্ড।’ নিউজিল্যান্ডেরই সাবেক অল-রাউন্ডার স্কট স্টাইরিসও বাংলাদেশকে করেছেন কুর্নিশ, ‘অভিবাদন টাইগাররা’।(পরিবর্তন)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫৫এএম/১০/৬/২০১৭ইং)