• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

কোচের সন্ধানে বাফুফে, ট্রেনার নিয়োগ


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০১৭, ১০:৫০ PM / ৩৫
কোচের সন্ধানে বাফুফে, ট্রেনার নিয়োগ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ ফুটবল দল ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী, ১৯০ নম্বরে রয়েছে লাল সবুজের দল। বাজে সময় পেছনে ফেলে বাংলাদেশকে কক্ষপথে ফেরানোর লক্ষ্যে বেশ তৎপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই অংশ হিসেবে পুরষ, নারী ও বয়সভিত্তিক ফুটবল দলের জন্য স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইংলিশ ট্রেনার জন উইটেল বাংলাদেশ দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে আপাতত স্বল্পকালীন মেয়াদে দায়িত্ব পালন করবেন।

গত অক্টোবরে টম সেইন্টফিটের জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন। এরপর থেকেই আসনটি ফাঁকা রয়েছে। আগামী মার্চের গোল্ড কাপের আগেই নতুন কোচ নিয়োগ দিতে মরিয়া বাফুফে।

কোচ নিয়োগ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে শনিবার বাফুফে ভবনে বসেছিলেন ন্যাশনাল টিমস কমিটির কর্মকর্তারা। তবে সেখান থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে জন উইটেলকে নিয়োগ দেয়ার ব্যাপারে নাবিল বলেন, ‘বাংলাদেশ ফুটবলের বর্তমান কর্মসূচিগুলোকে আরও মসৃণ করতে টেকনিক্যাল স্টাফ নিয়োগ দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজন জন উইটেল। তিনি আমাদের স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ। উইটেল আমাদের পুরুষ-নারী জাতীয় দল ও বয়সভিত্তিক দলের সাথে কাজ করবেন। এ মাসের ২০ বা ২২ তারিখ থেকে জাতীয় দলের যে ক্যাম্প শুরু হবে জন উইটেল তখন থেকেই কাজ করবেন।’

তবে কোচ নিয়োগের বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান নাবিল, ‘দুই-তিনজন কোচ নিয়ে আলোচনা চলছে। তবে তাদের ব্যাপারে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। পরশু আবার আমরা বসব। সে সময় সিদ্ধান্ত চূড়ান্ত হলে এ মাসের ২০-২২ তারিখের মধ্যে আমরা ক্যাম্প শুরু করতে পারবো। কোচের ব্যাপারে বেশ কয়েকটি নাম আলোচিত হয়েছে। তবে তারা সবাই বিদেশি।’

টেকনিক্যাল স্টাফ হিসেবে গোলরক্ষক কোচ রায়ান স্যানফোর্ডও জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। স্যানফোর্ড অবশ্য জাতীয় দলের কোচ সেইন্টফিটের সময় থেকেই আছেন। তাই তাকে নতুন করে চুক্তির আওতায় নিয়েছে বাফুফে। নাবিল জানান, ‘সে আগে থেকেই আমাদের এখানে গোলকিপার কোচ হিসেবে কাজ করেছে তাই তাকে এবার আমরা নিয়োগ দিচ্ছি মার্চের বঙ্গবন্ধু গোল্ডকাপ পর্যন্ত।’
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪০পিএম/১৪/১/২০১৭ইং)