• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক ৪০


প্রকাশের সময় : মে ২৫, ২০১৮, ১১:২৯ PM / ৩১
কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক ৪০

ঢাকারনিউজ২৪.কম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার ভোররাতে পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে ৭ কেজি ১শ’ গ্রাম গাজা, ১২৯ পিচ ইয়াবা, ১১ পিচ ফেন্সিডিল, ২ গ্রাম হেরোইনসহ ৪০ জনকে আটক করেছে। এরমধ্যে পূর্বের মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামীরা ২৪জন। মাদকসেবন ও বিক্রির অভিযোগে আটক করা হয়েছে ১৬ জনকে। মাদক মামলা হয়েছে ১১টি। এনিয়ে গত ৭দিনে মাদক মামলায় মোট ৬০ জনকে আটক করা হয়েছে। পুলিশ সুপার অফিসের কন্ট্রোলরুম সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার সদর থানা এলাকাতেই ১১জন মাদকসেবীকে আটক করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান। এনিয়ে সদর থানায় আটকের সংখ্যা ৪৫জন। রমজানের শুরুতে ১৮ মে থেকে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা করার পর থেকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৩০পিএম/২৫/৫/২০১৮ইং)