• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

কুসংস্কার রুখতে আফগান নারীদের মার্শাল আর্ট


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০১৭, ৪:০৬ PM / ৭৮
কুসংস্কার রুখতে আফগান নারীদের মার্শাল আর্ট

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আল-কায়েদা আর তালেবান জঙ্গিদের উগ্রবাদী মনোভাবের কারণে আফগানিস্তানে নারীদের জীবন একসময় হয়ে উঠেছিল অসহনীয়। অতীতে ইউটিউবে প্রকাশিত নানা ভিডিওতেই প্রমাণ মেলে কীভাবে দেশটিতে অন্ধ কুসংস্কারের বলি হয়েছেন নারীরা। বোরখা পড়ে বাইরে বের হলেও শুধু স্বামী কিংবা পিতা সঙ্গে না থাকায় নারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
তবে সময় বদলেছে, নারীরা এখন চেষ্টা করছে অন্ধ ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে সমাজের মুল ধারায় আসার। একসময় নারীদের সমাজে অংশগ্রহণ কল্পনা করা না গেলেও এখন তারা এগিয়ে আসছেন। নারীদের মধ্যে একটি অংশ আবার অন্যায় অত্যাচারের জবাব দিতে শিখছেন মার্শাল আর্ট। তাদের দাবি, এরই মাধ্যমে তারা দেশটির সব কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবেন।

১. কাবুলে চীনের ঐতিহ্যবাহী উশু মার্শাল আর্ট শিখছেন এক আফগান নারী।

২. নারীদের এই সংগঠনটির নাম উশু মার্শাল আর্ট গ্রুপ।

৩. তাদের প্রত্যেককেই কঠোর অনুশীলন করতে হয়।

৪. কাবুলে বরফ ঢাকা পাহাড় চূড়ায় অনুশীলন করে সংগঠনের মেয়েরা।

৫. আয়নায় রূপ দর্শন নয়, মার্শাল আর্ট শিখছেন এই নারী।

৬. উশু মার্শাল আর্টের মাধ্যমে এভাবেই পুরনো প্রথা ভাঙতে চাইছেন আফগান নারীরা।

৭. সকল অত্যাচারের জবাব দিতে প্রস্তুত হচ্ছেন নারীরা।

৮. কোমল থেকে হয়ে উঠছেন কঠোর।

৯. শুধু কঠোর অনুশীলনই নয়, পাহাড় চুড়ার বরফ নিয়ে খেলাও করেন আফগান নারীরা।

১০. অনুশীলনে আফগান নারী।

১১. নিতে হচ্ছে কঠোর ও বিপজ্জনক প্রশিক্ষণ।

১২. জানছেন অস্ত্রের ব্যবহার।

১৩. নিজেদের আত্মরক্ষা আর অন্যায়ের জবাব দিতে তাদের এই পরিশ্রম। কাউকে আঘাতের জন্য নয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:০০পিএম/৬/২/২০১৭ইং)