• ঢাকা
  • রবিবার, ২৬ মে ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

কাজী তাইফুরের ’শ্রাবণের বারিধারা’


প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০১৯, ৩:৩৭ PM / ৪২
কাজী তাইফুরের ’শ্রাবণের বারিধারা’

____________________________________

সেই তুমি এলে
ভুল করে নাকি
যতটুকু বাকি ছিল
নিয়ে যেতে তা কি?

কতদিন কত রাত
ভেবেছি তোমায়
সেই তুমি এলে কেন
এত অবেলায়।

পথহারা পাখি আমি
খুঁজে ফিরি নীড়
কোথা হতে এলে তুমি
নিয়ে যেতে তীর।

আমি আজ আমি নেই
হারিয়েছি সব
তুমি কেন এলে আজ
করে কলোরব।

এলোমেলো চলি আমি
কেউ দেখে না
চুর হয়ে ডুবে থাকি
কেউ বোঝে না।

ফুলগুলো ঝরে গেল
মালা গাঁথিনি
শ্রাবণের বারিধারায়
ভিজে দেখিনি।

25.1.2019