• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন নায়ক রাজ-রাজ্জাক


প্রকাশের সময় : জুন ৫, ২০১৭, ৫:১৩ PM / ৫০
কলকাতায় আজীবন সম্মাননা পেলেন নায়ক রাজ-রাজ্জাক

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : কলকাতার ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেলেন নায়করাজ রাজ্জাক। দুই বাংলার চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এ স্বীকৃতি পেলেন তিনি। রোববার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে রাজ্জাকের হাতে সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ডা. শশী পাঁজা।
রাজ্জাকের সঙ্গে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককে।
অনুষ্ঠানে রাজ্জাক বলেন, ‘শিল্পীদের কোন জাত নেই, দেশ নেই। আজকে আমার ভালো লাগছে এই মঞ্চে দাঁড়িয়ে টেলিসিনে অ্যাওয়ার্ড পাচ্ছি এবং আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।’
দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয়তার কারণে নুসরাত ফারিয়াকেও সেরা নায়িকা হিসেবে পুরস্কৃত করা হয়। সংগীতে বাংলাদেশ থেকে পুরস্কার পান ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু, কন্ঠশিল্পী কনা ও হাবিব ওয়াহিদ। শাকিব খানকে সেরা নায়ক ঘোষণা করা হলেও তিনি উপস্থিত ছিলেন না। এছাড়াও কলকাতার বেশ কয়েকজন তারকাকে পুরস্কৃত করা হয়।
২০০০ সাল থেকে চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য কলকাতার টেলিভিশন ও সিনেমার কুশীলবদের সম্মাননা জানিয়ে আসছে টেলিসিনে সোসাইটি। দুই বছর ধরে স্বীকৃতি দেওয়া হচ্ছে বাংলাদেশের কলা-কুশলীদেরও।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৫:১২পিএম/৫/৬/২০১৭ইং)