• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

কবি গোলাম কবিরের তিনটি কবিতা


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০১৯, ৯:১৯ PM / ৩৯
কবি গোলাম কবিরের তিনটি কবিতা

শিরোনামহীন – শূন্য

___________________________________________

মনের আকাশে মেঘ জমেছে
বৃষ্টি হলো কই?
কষ্ট গুলো বাড়ায় আগুন
নিভালে তুমি কই?
দুঃখ গুলো জমা করেছি
গাছের কোটরে,
স্বপ্ন গুলো তুলে দিলাম
তোমার আঁচলে।

শিরোনামহীন – ১

_________________________________________________

দিনে দিনে আমরা হয়ে যাচ্ছি
মেরুদন্ডহীন মাছের মত।
কি সুন্দর! নির্জীবের মত
শুয়ে আছি সভ্যতার প্রাচীন, উলঙ্গ
ম্যানহোলে, আশেপাশে কি দেখছো?
আমাদের চোখ অন্ধ,মননের লাশ
হতে দূর্গন্ধ বেরুচ্ছে ভীষণ।
তাই জীবনকে খুঁজে ফিরি ভুল বন্দরে
মেতে থাকি নারী, নেশা আর স্বার্থের
সংঘাতে। অথচ পুড়ছে সিরিয়া,ফিলিস্তিন, মিয়ানমার। আর
বিশ্ববিবেক ঘুমিয়ে আছে শীতনিদ্রায়।

শিরোনামহীন – ২

_____________________________________________________

হৃদয়ের কতটা পথ পাড়ি দিলে
পৌঁছানো যাবে তোমার কাছে?
নিজেকে আর কত টুকু ভষ্ম
করলে শুদ্ধ হওয়া যাবে?
কত রাত নূহের প্লাবনে ভাসলে
তোমার কাছের হওয়া যাবে?
তোমাকে পাবার জন্য আমি
আগ্নেয়গিরির জ্বালামূখে বসে
আমরন অনশনে যাব।
হৃদয় সাগরের কতটা ঢেউ
আছড়ে পড়লে তাকে তুমি
ভালবাসা বলবে?