• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

কবির জন্য : গোলাম কবির


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০১৯, ১১:৫৭ AM / ৩৫
কবির জন্য : গোলাম কবির

(উৎসর্গ কবি আমিনুল ইসলাম)

_______________________________________________
অতঃপর ভোরের পাখিরা আর গাইবে না
কোন গান বলে ধর্মঘট করলো, আজ একটাও রজনীগন্ধা ফোটেনি আমার বাগানে,
এ শহরে আজ মিউনিসিপালিটির কোন ময়লার গাড়ি ও চলবে না বলে এক বাক্যে বলে দিল অভিমান ভরে নিষ্কাশনকর্মীরা, ল্যাম্পপোস্ট গুলো একলা অন্ধকারে পড়ে থাকবে বলে
নুইয়ে পড়লো, শিশুরা আর কার্টুন দেখবে না
বা খেলতে বেরুবে না বলে গোমরা মুখে
বসে রইলো সারাদিন, শুধু তোমার জন্য, কবি। কবি তুমি তাড়াতাড়ি ভাল হয়ে ওঠো,
কবিকে এ রকম ভাবে বিছানায় পড়ে থাকতে দেখে কারো ই ভাল লাগছে না আর,
কবি তুমি সুস্থ হও না শিগগির?