• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

কবির ঘুম


প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০১৯, ১০:৩১ AM / ৩৭
কবির ঘুম

রফিক সুলায়মান
[উৎসর্গ : কবি আমিনুল ইসলাম]
___________________________________________
কখনো কোন কবিকে আমি ঘুমিয়ে থাকতে দেখি নি।
আজ দেখলাম। যেন কোন মৌনী তাপস; গভীর ধ্যানস্থ।
যাকে বাকপ্রিয় জানতাম তিনিই আজ সবচে বেশী নির্বাক।
যিনি হেঁটে যেতেন সততা ও সাহসের প্রতিমূর্তি হয়ে
সেই প্রিয় কবি আজ আলসে ভঙ্গীতে অপ্রথাগত নির্জীব।
হয়তো কবির ঘুম তাঁর শুদ্ধতম পঙক্তিমালার মতো সুন্দর।

আজ এই হাসপাতাল শোকার্ত; অশ্রুসিক্ত।
কেননা এখানে ভর্তি হয়েছেন একজন গুরুত্বপূর্ণ কবি।
তিনি ক্রাচের বিপক্ষের কবি; তিনি স্থবিরতার বিপক্ষের কবি।
তিনি জরা ও ব্যাধিগ্রস্ত সময়কে চোখ রাঙিয়ে থাকেন হামেশা;
তিনি মুক্ত এক হরিণ শাবকের মতো রাঢ়বঙ্গ চষে বেড়ানো কবি।
তিনি উৎপাদনশীল কৃষকের পেশীবহুল শরীর ও স্বপ্নের কবি।

তাহলে তিনি এখানে শুয়ে আছেন কেন! তিনি জাগবেন সহসা
কেননা কবির ঘুম তাঁর শুদ্ধতম পঙক্তিমালার মতো সুন্দর।