• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

কথাটা বলা হয়নি তোমাকে


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০১৮, ১০:২৫ AM / ৩৬
কথাটা বলা হয়নি তোমাকে

গাজী নাজমুল আলম

______________________________________________

তোমার হাসির ক্ষণিক প্রভায়,
ধোঁয়াশা প্রভাত আমার – রোদ ঝলমলে!
ও তো মায়াজাল !
তাতেই জড়িয়েছে আমার ছায়া, কায়া,
আমার অবুঝ আখ্যান, চিরতরে !
কথাটা বলা হয়নি তোমাকে।

তোমার দীঘল কালো চুলের ভাজে
আমার ক্রমাগত নিঃশ্বাস মিশে যায়,
আমার চৈতন্যের অবশ বেলায়।
আমার সাদাকালো স্বপ্ন উড়ায় লাল নীল ফানুস।
কথাটা বলা হয়নি তোমাকে।

ভোরের শিশির ঘাসে,
তোমার নূপুরের রিনিঝিনি শব্দের টানে,
আমার বেলা হয় অবেলায় !
তোমার সাঁঝবাতিতে আলোয় ভরে আমার উঠোন।
কথাটা বলা হয়নি তোমাকে।

নিশুতি রাতে খসে পড়া তারা,
তোমার চোখের তারার সঙ্গে খেলায় মাতে।
টিপটিপ জ্বলা নেভা জোনাকী হয়ে,
আবছায়ায় আসে সেই নিশানি,
আমার চিলেকোঠার জানালা দিয়ে,
আমার নিশপিশ হৃদয়ে।
কথাটা বলা হয়নি তোমাকে।

আমার অলীক কামনায়,
আমার নিত্য খেয়ালে তোমার মুহুর্মুহু আসা যাওয়া –
আমায় করেছে বিবাগী!
আমি ছন্নছাড়া!
জিপসি মন আমার ছোটে নিশান ফনা তুলে,
তোমার প্রমত্ত ঘ্রাণে!
কথাটা বলা হয়নি তোমাকে।

আসলে কোন কথাই বলা হয়নি তোমাকে !
পাছে হারিয়ে যাও চিরতরে,
আমার ভাবনার অলিগলি মাড়িয়ে,
অনুভূতির পাখনা ভেঙ্গেচুরে দিয়ে,
আমার হৃদয়ের পাঁজর খুলে খুলে!