• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১১:০২ অপরাহ্ন

এসেছিলাম


প্রকাশের সময় : মে ৩, ২০১৮, ৮:৫৫ PM / ৩৬
এসেছিলাম

এম,এম,আর,কে,মিন্টু
_____________________________

না,ভালবাসা পেতে আসিনি,
এসেছি ভালবাসা দিতে।
এ কারনে-ই তো জীবন এখানে এসে ঠেকলো।
আমি কিছু বলতে আসিনি,
এসেছি, আমার বিরুদ্ধে অভিযোগ শুনতে।
আমি স্বপ্ন হতে আসিনি,স্বপ্ন দেখতে এসেছি
শৈশব থেকে আজ অব্দি দেখে-ই তো যাচ্ছি।

না,আমি কার ভাল করতে আসিনি
সবার নাকি ক্ষতি সাধন করছি,
সংসার, সমাজ, দেশ কিচ্ছু পায়নি আমার থেকে
আমি সবারকাছ থেকে নিতে এসেছি।
শৈশব থেকে হোঁচট খেতে খেতে
ক্ষত চিহ্ন সহকারে এখন আমি।

না, ক্ষত কাউকে দেখাতে আসিনি,
এসেছি অন্যের ক্ষতে মলম লাগাতে
নিজের ক্ষত লুকিয়ে রেখে।
আজ অব্দি তা-ই তো করে যাচ্ছি।

না,কারো কাছে ঋণ গ্রহণ করতে আসিনি
এসেছিলাম জন্মের ঋণ শোধ করতে।
ব্যর্থ আমি, পারিনি ঋণ শোধাতে।
সবার কাছে আমি রয়ে গেলাম ঋণী
সংসার, সমাজ, দেশ এভাবে-ই হবো শেষ।

২/৫/২০১৮ইং রাত-১১:৪৩
রাঙ্গামাটি,বাংলাদেশ।