• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা


প্রকাশের সময় : জুন ১০, ২০১৮, ৩:৪২ PM / ৩২
এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ক’দিন আগেই ভারতের দেরাদুন থেকে হোয়াইটওয়াশ হয়ে এসেছে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের ক্রিকেট পাগল অনেক ভক্তের ঈদ আনন্দ যখন মাটি হওয়ার জোগাড় তখনই মালয়েশিয়া থেকে বাংলাদেশকে ঈদের উৎসব উপহার এনে দিলেন বাংলার বাঘিনীরা। রোববার দুপুরে এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা এখন এশিয়া সেরা। এশিয়ার চ্যাম্পিয়ন। এশিয়ার রাজত্ব তাদের! কিনরারা একাডেমি ওভালে টস জিতে বোলিং করে ভারতকে মাত্র ১১২ রানে অল আউট করে দিয়েছিল সালমা খাতুনের দল। এরপর শেষ বলের উত্তেজনায় ৩ উইকেট হাতে রেখেই শাসরুদ্ধকর জয় তুলে নেয় টাইগ্রেসরা। এর আগের ৬ এশিয়া কাপের প্রতিটিতেই জিতেছিল ভারত। বাংলাদেশের মেয়েরা এই প্রথমবার কোন বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেই চুমু খেলেন শিরোপায়।

বাংলাদেশের মেয়েদের টি-টুয়েন্টি অভিষেক ২০১২ সালে। এশিয়া কাপের এই ফাইনালের আগে তারা খেলেছেন মোট ৪১ ম্যাচ। এই টুর্নামন্টের লিগ পর্বে টানা ৪ জয়ের আগে বলার মতো তেমন কিছুই ছিল না। মোটে তিনটি জয় ছিল খাতায়। হার ছিল ৩৩টি। কিন্তু এবার গোটা এশিয়াকে শুধু নয় ক্রিকেট বিশ্বকেই চমকে দিলেন টাইগ্রেসরা। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হারের পর একে একে একে উড়িয়ে দিয়েছে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়াকে। আর এবার তো শাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়ার রানী হয়ে গেলেন বাংলার বাঘীনিরা। আগের ৬ এশিয়া কাপেরই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার তাদের স্পম শিরোপাবঞ্চিত করে বাংলাদেশকে উৎসবে ভাসালেন সালমা রহমানের টি-টুয়েন্টি দল। প্রশ্ন নেই, এটাই বাংলাদেশের মেয়েদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও ঐতিহাসিক কীর্তি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:৪২পিএম/১০/৬/২০১৮ইং)