• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

ঈশ্বরের তারকা


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০১৮, ১২:১০ PM / ৩৪
ঈশ্বরের তারকা

আবদূন নূর
__________________________________________

একটা তারকার বিষন্নতা ঝাপটে ধরছে
নক্ষত্রটা খোলাকাশে দিক দেখাত বটে
যত পথহারা পথিক , দিকহারা নাবিক
তারকার গতিবিধি দেখে পথ চিনতেন ।

শতাব্দী প্রাচীন দেবতারা আরাধনা রত
পূর্ণিমা রাতে কখনো কখনো হারিয়ে যেত
অমাবস্যায় কিংবা ধুমোটাকাশেও জ্বলত
আবার পথ হারা পথিক- নাবিক চলত ।

ঈশ্বরের ইশারায় ঈশ্বরই হাসেন ,খেলেন
জোয়ারের জলে কুল ছাপিয়ে ভাসান
ভাটার টানে নাইওরির বিষন্ন গীত গান
মাঝে মাঝে ঝড় জলোচ্ছ্বসে ক্ষেপে যান ।

সেই তারকাখচিত নক্ষত্রটা বিনম্র চাপে
কিছুটা হেলে গেছে সৌরমণ্ডলীর তাপে
কক্ষপথে ঘূরতে ঘূরতে ছায়াহীন ধাপে
ঈশ্বর বলে দিলেন – হও ! তোমার মাপে ।
————
১২ই নভেম্বর২০১৮ , সোমবার
নিউইয়র্ক