• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

ইসির সংলাপ সংকটের সমাধান দেবে না : মির্জা ফখরুল


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০১৭, ৫:২৩ PM / ৬০
ইসির সংলাপ সংকটের সমাধান দেবে না : মির্জা ফখরুল

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ চলমান সংকট সমাধানে কোনো কাজ করবে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে বলেছেন- সংলাপে খুব একটা সফলতা পাওয়া যাবে না। এটা রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ। দলগুলোর মধ্যকার সংলাপের পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের কাজ নয়। কাজেই আমরা মনে করি, ইসির সংলাপ চলমান মূল সংকট সমাধানে কোনো কাজ করবে না।’
সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে নিয়ে শনিবার দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সহায়ক সরকার ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যে বিষয়টি সামনে এসেছে, সে ব্যপারে এই সংলাপ কোনো সমাধান দেবে না।’
ষোড়শ সংশোধনী রায় বাতিলের মধ্য দিয়ে ক্ষমতাসীন অবৈধ ও অনৈতিক সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী রায় বাতিলের পর ক্ষমতাসীন সরকার প্রধান থেকে শুরু করে নেতারা যে ভাষায় কথা বলছেন, সেটা বেআইনি ভাষা। তারা বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে যে ভাষায় কটাক্ষ করছেন, সেটা আইনের শাসনের ভাষা নয়। বরং এটা আদালত অবমাননার শামিল। এর মাধ্যমে এটাও প্রমাণিত ক্ষমতাসীন আওয়ামী লীগ আইনের শাসনের বিরোধী। মূল উদ্দেশ্য হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা।’
‘সম্প্রতি আওয়ামী লীগের নেতারা এমন সব কথাবার্তা বলছেন যা আমি মনে করি তারা নিজেরাও জানেন না, তারা কী বলছেন? মূল কথা ষোড়শ সংশোধনীর রায় ক্ষমতাসীনদের আসল চেহারা দেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। তারা কিভাবে দেশ পরিচালনা করছেন? আর তাই এখন অমূলক কথাবার্তা বলে যাচ্ছে, যোগ করেন বিএনপির মহাসচিব।
এ সময় প্রধান বিচারপতির সঙ্গে শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভীসহ আওয়ামী লীগের সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘জুডিশিয়ারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে একের পর এক আওয়ামী লীগের নেতাদের দেখা করা বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা সম্পূর্ণ অসাংবিধানিক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:২০পিএম/২৬/৮/২০১৭ইং)