• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

ইংল্যান্ডের বয়কটের হুমকি আমলেই নিচ্ছে না রাশিয়া!


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০১৮, ৩:১৭ PM / ২৯
ইংল্যান্ডের বয়কটের হুমকি আমলেই নিচ্ছে না রাশিয়া!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : কিছুদিন আগে ইংল্যান্ডে রাশিয়ার সাবেক এক গুপ্তচর ও তার মেয়ের ওপর স্নায়ুতন্ত্র অচলকারী কোন অজ্ঞাত বস্ত ব্যবহার করে হামলা হয়েছে। প্রথম থেকেই ইংল্যান্ড এর পেছনে রাশিয়াকে দায়ী করে আসছে। ইংল্যান্ড বলে দিয়েছে এখানে রাশিয়ার সংশ্লিষ্টতা পেলে তাদের রাজপরিবার এবং মন্ত্রীসভার কোন সদস্য এ বছরের ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে দেশটিতে যাবেন না। তবে তাদের থোড়াই কেয়ার করছে এবারের বিশ্বকাপে স্বাগতিক দেশটি। আয়োজক কমিটির প্রধান অ্যালেক্সি সরোকিনের মতে, আসা বা না আসা ইংলিশদের নিজেদের ব্যাপার।

মার্চ মাসের শুরুতে সাবেক গুপ্তচর সের্গেই স্কিরপাল ও তার মেয়ে কোন একটি অজ্জাত বস্তুর সংস্পর্শে আসেন। এর পর থেকেই তারা দুজনে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। এখন তাদের শারিরীক অবস্থা অনেকটাই স্বাভাবিক।

এই ঘটনার পর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে রাশিয়া বিশ্বকাপ বর্জনের ডাক দেন। তবে তা আমলেই নিচ্ছে না আয়োজক কমিটি। সরোকিন বলেছেন, ‘আসা বা না আসা প্রতিটি ভক্তের সিদ্ধান্ত। টুর্নামেন্টের গুণগত মানে কোন প্রভাব পড়বে না এতে। আয়োজনের জন্য সর্বোচ্চ যা করা সম্ভব আমরা তাই করব।’

এই ঘটনায় সম্ভাবনা আছে ইংল্যান্ড ফুটবল দলের বিশ্বকাপ বর্জনেরও। খেলার সাথে রাজনৈতিক ব্যাপার টানায় মে’র সমালোচনাই করেছেন সরোকিন, ‘অনেকেই ফুটবলকে রাজনীতি থেকে আলাদা করতে পারে না।’ সূত্র : এএফপি

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৩:১৬পিএম/১৫/৩/২০১৮ইং)